নাজিরপুরে ১৯৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
জেলার নাজিরপুরে ১ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ মাসুম বেপারী (৩৬) ও আয়শা বেগম (২৭) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রবিবার সকাল ৯টায় উপজেলার বৈঠাকাটা বাজারের টেম্পু ষ্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান জানান, শনিবার সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসা বৈঠাকাটাগামী যুবরাজ নামক লঞ্চে ইয়াবার একটি চালান আসছে এমন সংবাদের ভিক্তিতে বৈঠাকাটা তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক (এসআই) অনুপ কুমার মন্ডলের নেতৃত্বে পুলিশের একটি টিম সকাল থেকেই ওই এলাকায় ওৎ পেতে ছিল। লঞ্চ থেকে এক নারী ব্যবসায়ী নেমে আসলে পুলিশ তাকে ফলো করে। টেম্পু ষ্ট্যান্ড এলাকায় স্থানীয় এক মাদক ব্যবসায়ী তাকে রিসিভ করতে আসলে পুলিশ তাদের চ্যালেঞ্জ করে। এ সময় নারী পুলিশের সহায়তায় ওই নারীর দেহ তল্লাশী করে ১০টি নীল রংয়ের প্যাকেটে ১ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করে।
আটক মাসুম বেপারী উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের মুনিরাবাদ গ্রামের লুৎফর রহমানের ছেলে এবং আয়শা বেগম চট্টগ্রামের মহেশখালী উপজেলার শাপলাপুর গ্রামের আবু তাহেরের মেয়ে।
ওসি আরও জানান, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর আদালতে পাঠানো হয়েছে।
