প্রধান সূচি

চিতলমারীতে অর্ধলক্ষাধিক শ্রোতাদের মুগ্ধ করলেন

উপমহাদেশের প্রখ্যাত কবিয়াল অসীম কুমার সরকার

বাগেরহাটের চিতলমারী উপজেলায় সোমবার রাতে অর্ধ লক্ষাধিক শ্রোতাদের কবিগান শুনিয়ে মুগ্ধ করলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবিয়াল অসীম কুমার সরকার ও তার সঙ্গীয় শিল্পীবৃন্দ। উপজেলার চরবানিয়ারী মডেল উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উৎসব উপলক্ষে এই কবিগানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন প্লাটিনাম জুবিলি উদযাপন পরিষদের আহবায়ক প্রধান শিক্ষক পীযুষ কান্তি রায়।

সন্ধ্যা সাড়ে ছয়টায় বিখ্যাত কবিয়াল অসীম কুমার সরকার মঙ্গলপ্রদীপ প্রজ্বলন করেন এবং এর পরেই শুরু হয় কবিগানের পাল্লা। শ্যমানন্দ পরিব্রাজক বনাম রাজেন সরকার নামক চরিত্রে নামভূমিকায় কবিগানের পাল্লা চলে গভীর রাত পর্যন্ত। বিখ্যাত কবিয়াল অসীম কুমার সরকারের গানের বিপরীতে যুক্তিখন্ডন করেন কবিয়াল অমল সরকার। এ অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ চিতলমারী, টুঙ্গিপাড়া, নাজিরপুর, কচুয়া, বাগেরহাট সদরের শ্রোতা-ভক্তগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৫ নভেম্বর উপজেলার মুক্তবাংলা চারিপল্লী মাধ্যমিক বিদ্যালয় মাঠ চত্বরে কবিয়াল অসীম কুমার সরকার প্রায় ৩০ হাজার শ্রোতার উপস্থিতিতে কবিগান পরিবেশন করেন। এ অনুষ্ঠানের উদ্বোধন করেন ভারতের তৃণমূল কংগ্রেস নেতা ও গাইঘাটা জেলা পঞ্চায়েতের সহ-সভাপতি ধ্যানেশ নারায়ন গুহ। ধ্যানেশ নারায়নের পিতা চিতলমারীর হিজলা ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা স্বর্গীয় শান্তিরঞ্জন গুহ’র স্মরণে আয়োজিত এই বর্ণাঢ্য লোকগানের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তবাংলা চারিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি তুষার কান্তি গুহ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial