বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ইউনেস্কো স্বীকৃতিতে
ভান্ডারিয়ায় শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও খাবার বিতরণ
ভান্ডারিয়ায় উপজেলার শনিবার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়াল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার এর অন্তর্ভুক্তির মাধ্যমে বিশ্ব প্রামান্য ঐতিহ্যের স্বীকৃতি লাভের অসামান্য অর্জন উপলক্ষে উপজেলার ৬৮নং হাইসংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের ১ম থেকে ৫ম শ্রেণির চার’শ শিক্ষার্থীর মাঝে আওয়ামী সমবায়লীগের কেন্দ্রীয় সভাপতি মোঃ আমিনুর রহমান ছগির জোমাদ্দেরর উদ্যোগে স্কুল ব্যাগ ও খাবার বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খশরু জোমাদ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আমিনুর রহমান ছগির জোমাদ্দার। এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা অঅওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ফারুক জোমাদ্দার, সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ বাবুল শাহ, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ স্বপন সিকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ফারহানা আফরোজ, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান, মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক আঃ হালিম হাওলাদার, স্থানীয় বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শশাঙ্ক শেখর চত্রবর্তী, গৌরীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহিন হাওলাদার, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজল কুমার রায়।
