প্রধান সূচি

আত্মসমার্পনকারী বনদস্যু মজিদ ও মানজু বাহিনীর ২০ সদস্য জামিনে মুক্ত

দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে পিরোজপুর জেলা ষ্টেডিয়ামে আত্মসমর্পন করা বনদস্যু মজিদ ও মানজু বাহিনীর ২০ সদস্যের জামিন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ ফজলুল হক এ জামিনের আদেশ দেন।

জামিন প্রাপ্তরা হলেন, মানজু বাহিনীর প্রধান মো. মানজু সরদার (৪৪), জুলফিকার ইজারদার (৪৬), মো. বাচ্চু মল্লিক (৩২), মো. তৌহিদুর রহমান শেখ (৫০), মো. রেজাউল ইসলাম (২৫), মো. পলাশ খান (৩৪), মো. সোলায়মান ফকির (২৫), মো. জামরুল শেখ (৩০), মো. মজিব ইজারাদার (৩২) ও  মো. হাওলাদার আলমগীর (৩৮), মো. হানিফ শেখ (৩২) মজিদ বাহিনীর প্রধান মো. তাকবির কাগচী মজিদ (৩৮), মো. হাসান বিশ্বাস (৩৯), মো. আব্দুল মজিদ (৩০), মো. ইউনুছ শেখ (২৪), মো. হাফিজুল ইসলাম (৩২), মো. আফজাল খান (৩৫), মো. এসকেন খান (৪০), মো. হাসান আলী ইজারদার (৩২) ও মো. মোসা ইজাদ্দার (৩৩)। এদের বাড়ি বাগেরহাট জেলার রামপাল ও মোংলা উপজেলার বিভিন্ন এলাকায়।

উল্লেখ্য, গত ১ নভেম্বর পিরোজপুর জেলা ষ্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের হাতে বিপুল আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে আতœসর্মাপন করে মানজু ও মজিদ বাহিনীর ২০ সদস্য। এসময় তারা দেশি-বিদেশী ৩৩টি আগ্নেয়াস্ত্র এবং ১৩২৯ রাউন্ড গুলি জমা দেন। এরপর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অস্ত্রসহ তাদের মোংলা থানায় হস্তান্তর করা হয়। এদিনই আত্মসমর্পনকারী দস্যুদের আদালতের মাধ্যমে বাগেরহাট কারাগারে প্রেরণ করা হয়।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial