মঠবাড়িয়ায় চতুর্থ শ্রেণীর স্কুল ছাত্রীর লাশ উদ্ধার
মঠবাড়িয়া পৌর শহরের সবুজনগর মহল্লা থেকে মঙ্গলবার রাতে তাজিনুর আক্তার (১৩) নামের চতুর্থ শ্রেনীর এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত তাজিনুর স্থানীয় থানাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর ছাত্রী ও সবুজনগরের মৃত সৈয়দ আলী হাওলাদারের মেয়ে।
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভাবের সংসারে তাজেনুর লেখাপড়া ছেড়ে মা তাছলিমা বেগম (৩০) এর সাথে ঝিয়ের কাজ করতে বাধ্য হয়। এনিয়ে তাজেনুর মানষিক বিপর্যায় হয়ে মঙ্গলবার দুপুরে বসতঘরের আড়ার সাথে গলায় কাপড় পেঁচিয়ে ফাঁস দেয়। প্রতিবেশীরা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে। পরে হাসপাতাল থেকে শিশুটির লাশ তার বাড়িতে নিয়ে গেলে থানা পুলিশ রাতে বাড়ি থেকে তাজিনুরের লাশ উদ্ধার করে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কে এম তারিকুল ইসলাম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। শিশুর লাশ ডাক্তারী পরীক্ষার জন্য বুধবার সকালে জেলা মর্গে প্রেরণ করা হয়েছে।
