পিরোজপুরে সমবায় দিবস পালিত
‘উৎপাদনমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি’ শ্লোগানকে সামনে রেখে শনিবার পিরোজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ৪৬তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। সকালে জেলা সমবায় অফিস থেকে শহরে এক বনার্ঢ্য র্যালী বের হয়। র্যালী শেষে জেলা সমবায় অফিস প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এ কে এম এ আউয়াল এমপি। জেলা মহিলা আওয়ামী লীগের সম্পাদিকা সাহিদা বারেকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার জিএম আবুল
কালাম আজাদ, জেলা সমবায় অফিসার হারুন অর রশিদ, উপজলো সমবায় অফিসার ওহিদুজ্জামান জুয়েল, সমবায়ী নূরজাহান বেগম, হারুন অর রশীদ, বাবুল দেবনাথ, আব্দুল জব্বার ভূট্টো প্রমুখ। অনুষ্ঠান শেষে উদয়ন মাল্টিপারপাস কো-অপারেটিভ লিঃ এর সভাপতি সাইফুল্লাহ হুমায়ূনসহ সদরের ৯০ হাজার সমবায়ীদের মধ্যে ১১ জনকে শ্রেষ্ঠ সমবায় উদ্যাক্তা পুরস্কার প্রদান করে এবং পিরোজপুর সমবায় ব্যাংক, উদয়ন বহুমুখী সমবায় সমিতি, স্যাংগুইন সমবায় সমিতি, এহসান সমবায় সমিতি, গৌরব সমবায় সমিতিসহ ১০টি সফল সমবায় সমিতি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।
