পিরোজপুরে জাতীয় যুব দিবস পালিত
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পিরোজপুর পালিত হলো জাতীয় যুব দিবস। এ উপলক্ষে বুধবার সকালে পিরোজপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে স্থানীয় উপজেলা পরিষদ বঙ্গবন্ধু চত্তর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পিরোজপুর যুব উন্নয়ন অধিদপ্তরে গিয়ে শেষ হয়।
পরে যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগীয় উপ-পরিচালক মোঃ তোফায়েল আহম্মেদ। এসময় আরো বক্তব্য রাখেন, এএসপি (সদর সার্কেল) রিয়াজ হাসান (বিপিএম), জেলা সমবায় কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আবেদ শাহ এবং পাবলিক লাইফ ডেভলবমেন্ট সেন্টারের নির্বাহী পরিচালক মোঃ শাহ নেওয়াজ সুমন প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি মোঃ তোফায়েল আহম্মেদ যুবকদের মাঝে সনদপত্র, যুব ঋন এবং বিভিন্ন যুব সংঠনের মাঝে অনুদানের চেক বিতরণ করেন।
