ইন্দুরকানীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়
ইন্দুরকানীতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাজিব আহম্মেদের সাথে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইন্দুরকানী উপজেলায় বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে নকলমুক্ত পরীক্ষা, পরীক্ষা কেন্দ্রে শান্তপূর্ণ পরিবেশ বজায় রাখা সংক্রান্ত মতবিনিময় করা হয়।
সভায় উপস্থিত ছিলেন ইন্দুরকানী প্রেসক্লাবের সভাপতি এম আহসানুল ছগির, সাধারণ সম্পাদক খান মোঃ নাসির উদ্দিন, দৈনিক যুগান্তর প্রতিনিধি এইচ এম ফারুক হোসাইন, দৈনিক সংবাদ প্রতিদিনের প্রতিনিধি জে আই লাভলু, দৈনিক বাংলাদেশ সময় প্রতিনিধি মোঃ হাফিজুর রহমান, দৈনিক আমাদের কন্ঠ প্রতিনিধি গাজী আবুল কালাম, দৈনিক সংগ্রামের প্রতিনিধি মোঃ জাকির হোসেন, দৈনিক জনতা প্রতিনিধি মারুফুল ইসলাম, দৈনিক খবরপত্র প্রতিনিধি আলামিন, ভোরের ডাক প্রতিনিধি শাকিল খান, দৈনিক ইনকিলাব প্রতিনিধি মনির হোসেন, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি সাদিকুল ইসলাম, এফএনএস’র উপজেলা প্রতিনিধি সাহিদুল ইসলাম, সাংবাদিক কেফায়েত, রাকিবুল ইসলাম, শাহাদাত হোসেন বাবু প্রমুখ।
