প্রধান সূচি

বাগেরহাটে বিএনপির বিক্ষোভ সমাবেশ

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপির নেতৃবৃন্দ।

বুধবার সকালে শহরের মুনিগঞ্জস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ বিক্ষাভ সমাবেশ অনুষ্ঠিত। জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী রেজা বাবুর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা জাহিদুল ইসলাম শান্ত, সৈয়দ আসাফুদৌলা জুয়েল, আমিনুল হক, সদর থানা বিএনপির সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, ফকির তৈহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাত হোসেন, সদর উপজেলা শ্রমীকদলের সাধারন সম্পাদক মোজ্জাফ্ফর হোসেন মোজাম, আব্দুস সালাম জুয়েল, সাইফুল ইসলাম, মো: হাসমত, শেখ জাকির হোসেন, মোঃ নাসির হাওলাদার।

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ নিজেদের ক্ষমতায় রাখতে বিরোধীদলকে নিশ্চিহ্ন করতে নেতাকর্মীদের নামে একের পর এক মামলা দিয়ে হয়রানি করছে। কিন্তু হামলা-মামলা ও গ্রেফতার করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না। খালেদা জিয়াকে কোর্টের বারান্দায় রেখে এ দেশে কোনো নির্বাচন করা যাবে না।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial