প্রধান সূচি

পিরোজপুরে কৃষি সমস্যা সমাধান ও কৃষকদের বিভিন্ন দাবীতে মানববন্ধন

পিরোজপুরে কৃষি পণ্যের ন্যায্য মূল্য, কৃষি জমি সুরক্ষা আইনের যথাযথ বাস্তবায়ন, কৃষি ঋণ সহজীকরন ও জলবায়ু অভিযোজনের ভিত্তিতে কৃষি বাজেটে অধিক বরাদ্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার সকালে শহরের টাউন ক্লাব সড়কে বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন গণ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসান জিয়া, পিরোজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি খালিদ আবু, বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের সদস্য মনিরুল ইসলাম টুলু, আতিকুর রহমান, কৃষক আলী আজম শেখ, শাহ জালাল শেখ।

মানববন্ধন পরিচালনা করেন বেসরকারী উন্নয়ন সংস্থা পিরোজপুর পিডিএফ এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম পান্না।

মানববন্ধনে বক্তারা, জলবায়ূ অভিযোজনের নিরিখে বাজেটে কৃষি  খাতে বরাদ্দ ও ভর্তুকি বাড়ানো, পরিবর্তিত পরিস্থিতির উপযোগী বিকল্প কৃষি ব্যবস্থার বিকাশ ঘটানো, সারে ভর্তুকী বাড়ানো, সরকারি ধান ক্রয় কার্যক্রমে সরাসরি কৃষকদের কাছ থেকে অথবা ইউনিয়ন পরিষদের মাধ্যেমে ধানক্রয়সহ  বিভিন্ন  দাবী করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial