পিরোজপুরকে আধুনিক ও পরিকল্পিত নগরীতে রূপান্তরিত করা হবে ... মহিউদ্দিন মহারাজ
ষড়যন্ত্রকারীরা পরাজিত হয়েছে … এ কে এম এ আউয়াল
পিরোজপুর-১ আসনের এমপি এবং জেলা আওয়ামী লীগ সভাপতি এ কে এম এ আউয়াল বলেছেন, ষড়যন্ত্র করে কোন দিন সফল হওয়া যায় না। পিরোজপুরে যারা আমার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তারা পরাজিত হয়েছে। ২০০৮ সালের নির্বাচনে পিরোজপরু-নাজিরপুরের মানুষ প্রমান করেছে তারা সিদ্ধান্ত নিতে ভুল করে না। তারা নির্বাচনে নৌকা প্রতিককে বিজয়ী করছে। 
তিনি বলেন, আজ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছে বলেই দীর্ঘা নদীতে ব্রীজ নির্মান হচ্ছে। নাজিরপুরের কালিগঙ্গা নদীতে ব্রীজ নির্মিত হয়েছে। তাই আগামীতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতিককে বিজয়ী করতে হবে।
রবিবার বিকেলে নাজিরপুরের দীর্ঘা ইউনিয়ন একাডেমী বিদ্যালয় মাঠে উপজেলা পূঁজা উদযাপন পরিষদ আয়োজিত বিজয়া সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ বলেন, পিরোজপুরকে একটি আধুনিক ও পরিকল্পিত নগরীতে রূপান্তরিত করা হবে। আর জন্য এজন্য প্রয়োজন সকলের সহযোগিতা।
তিনি বলেন, আওয়ামী লীগের সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় নির্বাচনে কাজ করতে হবে। তাহলেই আগামী নির্বাচনে পিরোজপুরের ৩টি আসনেই নৌকার প্রার্থীরা বিজয়ী হয়ে জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেয়া যাবে।
উপজেলা পূঁজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল রঞ্জন হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খালেক, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট কানাই লাল বিশ্বাস, জেলা যুবলীগ সভাপতি আক্তরুজ্জামান ফুল, স্বরূপকাঠী পৌরসভার মেয়র জি এম কবির।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি বিপুল বিহারী হালদার। বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা পরিষদ সদস্য তুহিন হালদার তিমির, জেলা পূঁজা উদযাপন পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক চন্দ্র শেখর, নাজিরপুরের শেখমাটিয়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান আতিয়ারসহ উপজেলা পূঁজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।
