বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে পিরোজপুরের কাউখালী ও নাজিরপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে একটি বণাঢ্য র্যালী বের হয়।
উপজেলা স্বাস্থ্য বিভাগ ও সোশ্যাল ডেভেলমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এবং সীমান্তিক নিউট্রিশন এর যৌথ উদ্যোগে এ র্যালীতে শহরের বিভিন্ন শিক্ষ প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও উন্নয়নকর্মীরা অংশ নেয়।
র্যালী শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃছিদ্দিকুর রহমান,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার উপজেলা সীমান্তিক নিউট্রিশন সুপারভাইজার মোঃ সহিদুল ইসলাম ,প্রধান শিক্ষক মাইনুল ইসলাম প্রমুখ।পরে ছাত্র-ছাত্রীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অপরদিকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ রতন কুমার ঢালী এবং উপজেলা পঃ পঃ কর্মকর্তা আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি র্যালী বের হয়। র্যালী শেষে আলোচনা ও কুইজ প্রতিযোগীতা নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপত্বি করেন বিদ্যালয়ে প্রধান শিক্ষক সুখরঞ্জন ব্যাপারী।অনুষ্ঠানটি পরিচালনা করেন সীমান্তিকের জেলা নিউট্রিশন সুপারভাইজার আয়শা সিদ্দিকা। এ সময় উপস্থিত ছিলেন এসডিএফ এর প্রতিনিধিবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার অভ্যাস করে অনেক অসুখ-বিসুখ থেকে রক্ষা পাওয়া সম্ভব।
