ইন্দুরকানীতে কমিউনিটিং পুলিশিং সভা অনুষ্ঠিত
ইন্দুরকানীতে কমিউনিটিং পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ইন্দুরকানী কলেজের সভাকক্ষে কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান সিকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ইন্দুরকানী কলেজের পরিচালনা কমিটির সভাপতি আক্তারুজ্জামান তালুকদার সগির, ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন, ইন্দুরকানী কমিউনিটিং পুলিশিং এর সভাপতি মাহামুদুল হক দুলাল, সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন সেলিম ইন্দুরকানী কলেজের প্রভাষক শারমিন হোসেন প্রমুখ।
বক্তারা শিক্ষার্থীদের বাল্য বিবাহ ও ইভটিজিং বন্ধ জংগিবাদে না জড়ানোর আহবান জানান। এছাড়া মাদক কে পরিহার করে লেখা পড়ায় মনোনিবেশ করার আহবান জানান।
Please follow and like us:
« ইন্দুরকানীতে জামায়াতের ডাকা হরতালে কোন প্রভাব পড়েনি (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কাউখালীতে শিশুদের মৌসুমি প্রতিযোগিতা »
