প্রধান সূচি

বঙ্গবন্ধু’র স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা নিরলস কাজ করে যাচ্ছি                                     …. বরিশাল বিভাগীয় কমিশনার

 

ষ্টাফ রিপোর্টার :

বরিশাল বিভাগের নবাগত বিভাগীয় কমিশনার মোঃ শহিদুজ্জামান বলেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। আমরা এমডিজি অর্জনে সফল হয়েছি, এসডিজি এর লক্ষ্যমাত্রা সমূহ অর্জনেও আমরা শতভাগ সফল হব।

বিভাগীয় কমিশনার আজ বুধবার পিরোজপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তা, মসজিদের ইমাম, কাজী, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সুধিজনের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

পিরোজপুরের জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ ওয়ালিদ হোসেন, সিভিল সার্জন ডাঃ মোঃ ফকরুল আলম, সমাজসেবার উপ-পরিচালক মোঃ আল মামুন তালুকদার, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ মোঃ আবুল হোসেন, পিরোজপুরের সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি খান মোঃ আলাউদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ গোলাম মাওলা নকীব, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার সমীর কুমার দাস বাচ্চু, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান কবির, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা জাহান প্রমুখ।

বক্তারা জংঙ্গীবাদ, সন্ত্রাসবাদ, ইভটিজিং ও বাল্য বিবাহ নিরোধে পিরোজপুরের জেলা প্রশাসন এবং পুলিশ বিভাগের কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন। এসময় তারা বলেন, পিরোজপুরে উল্লেখিত বিষয়গুলি মোকাবেলায় প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা সচেষ্ট রয়েছে।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial