জাতীয় জুনিয়র বস্কিং প্রতিযোগিতায় পিরোজপুরের মাইনুল ব্রোঞ্চ বিজয়ী
স্টাফ রিপোর্টার :
ক্রীড়া জগতে পিরোজপুর জেলা ক্রীড়া সংস্থা আরও একটি সাফল্য অর্জন করেছে। চতুর্থ জাতীয় জুনিয়র বস্কিং প্রতিযোগিতা ২০১৭ এ পিরোজপুরের মাইনুল ইসলাম আলাল তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্চ পদক অর্জন করেছে।
গত ৩০ এপ্রিল ঢাকায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে (বিকেএসপিতে) পিরোজপুর জেলা ক্রীড়া সংস্থা থেকে চার জন প্রতিযোগী অংশগ্রহণ করে। এরা হলো, মাইনুল ইসলাম আলাল, আবুল হোসেন, মিতু আক্তার ও ইসরাত জাহান লাবনী। প্রতিযোগিতায় ৩০-৩৫ কেজি ক্যাটাগরিতে মাইনুল ইসলাম আলাল তৃতীয় হয়।
মাইনুল সদর উপজেলার কালিকাঠি গ্রামের আব্দুল খালেক হাওলাদারের ছেলে। প্রশিক্ষকের (কোচ) দায়িত্বে ছিলেন জেলা ক্রীড়া সংস্থার কার্যকরি পর্ষদের সদস্য নুরুল ইসলাম সরদার বাদশা।
Please follow and like us:
« ইন্দুরকানীতে ব্রীজ বিধ্বস্ত || চরম ভোগান্তিতে এলাকাবাসী (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ইন্দুরকানীতে এসএসসিতে সেরা সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় »
