প্রধান সূচি

পিরোজপুরে জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে হাজারো শিক্ষার্থী’র শপথ

ষ্টাফ রিপোর্টার :

পিরোজপুরে জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে শপথ নিয়েছে হাজারো শিক্ষার্থী।

রবিবার সকাল ১০টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এ অনুষ্ঠানে আয়োজন করে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ। অনুষ্ঠানে এ সময় জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং কে লাল কার্ড দেখিয়ে শপথ নেয় বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ। শপথ অনুষ্ঠানে লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুরের সহকারি পুলিশ সুপার মোঃ রিয়াজ হোসেন বিপিএম, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠু, সাবেক সভাপতি মাহমুদ হোসেন।

উদ্যোক্তা কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র কাওসারুল আলম সোহেল জানান, তার নিজের ব্যক্তিগত উদ্যোগে তাদের কলেজের শিক্ষার্থীদের টিফিনের টাকা বাঁচিয়ে এই  স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ প্রতিষ্ঠা করেছেন। সোহেল নিজে একাই প্রতিটি জেলার জেলা প্রশাসকদের সহযোগিতায় ইতোমধ্যে ৩৫টি জেলায় এ ধরনের আয়োজন করেছেন। আগামীতে বাংলাদেশের প্রতিটি জেলায়ই তার এ মিশন নিয়ে যাবার ইচ্ছা ব্যক্ত করেন।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial