প্রধান সূচি

বাগেরহাট আদর্শ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

বাগেরহাট প্রতিনিধি :

বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে তার সাথে একাত্মতা ঘোষনা করে শিক্ষায় ডিজিটাল রূপদানে দেশব্যাপী নেটিজেন আইটি লিমিটেড ও বিজয় একত্রে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বাগেরহাটের প্রথম ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম অর্জন করলো বাগেরহাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়।

বুধবার দুপুরে শহরের স্বাধীনতা উদ্যানে আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানকে ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ঘোষনা করা হয়। নেটিজেন আইটি লিমিটেড এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ¦ এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মমীনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শাহীন হোসেন, জেলা শিক্ষা অফিসার জাকিরুল হক, নেটিজেন আইটি লিঃ এর বাগেরহাট জেলা প্রতিনিধি নেওয়াজ শরীফ মুন্না, সবুজ মোল্লা, মোঃ সাইফুল ইসলাম পাপ্পি।

অনুষ্ঠানে বক্তারা নেটিজেন আইটি লিঃ এর এডুম্যান সফটওয়্যার এর বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial