মঠবাড়িয়ায় সাবেক সেনা সদস্য হত্যা মামলার আসামির ফাসিঁর দাবীতে মানববন্ধন
মঠবাড়িয়া প্রতিনিধি :
জেলার মঠবাড়িয়ায় চাঞ্চল্যকর সাবেক সেনা সদস্য সোবাহান হাওলাদারের হত্যাকারী ফুফাতো ভাই মন্টু মোল্লাকে হত্যা মামলার এজাহারভুক্ত আসামী না করে সন্দেহজনকভাবে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করায় এলাকাবাসী ফুসে উঠেছে। রবিবার সকালে পৌর শহরের প্রধান সড়ক অবরোধ করে ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ করে তারা। সমাবেশে বিক্ষুদ্ধ এলাকাবাসী ওই হত্যাকারী মন্টুর ফাঁসির দাবী করে খুনের সাথে জড়িত অন্য আসামীদের এক সপ্তাহের মধ্যে গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে ঘোষনা দেয়ো হয়। এর আগে নিহতের গ্রাম উত্তর মিঠাখালী থেকে শত শত নারী পুরুষ প্রায় পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে মিছিল সহকারে পৌর শহরের এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে যোগ দেয়।
সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, প্রচার সম্পাদক ফজলুল হক মনি, ইউপি চেয়ারম্যান এবিএম ফারুক হাসান, সাংবাদিক মিজানুর রহমান মিজু, ইসমাইল হোসেন হাওলাদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি নজরুল সোহেল, পৌর ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম রাজু ও ইউপি সদস্য ছগির হোসেন প্রমুখ।
উল্লেখ্য, গত ২ এপ্রিল রাত সাড়ে ৮টায় মোবাইল ফোনে মন্টু মোল্লা নামের এক আত্মীয় সোবাহানকে বাড়ি থেকে ডেকে নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে হাত পা বেঁধে শ্বাস রোধ করে হত্যা করে একটি পরিত্যাক্ত ডোবায় লাশ ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের বড় ভাই অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোঃ সিদ্দিকুর রহমান বাদী হয়ে অজ্ঞাত ৭/৮ জনকে আসামী করে গত বুধবার মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পরদিন বৃহস্পতিবার মন্টু মোল্লাকে উপজেলার নলী জয়নগর গ্রাম থেকে আটক করে ওই মামলায় সন্দেহজনকভাবে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করেন।
মঠবাড়িয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী শাহ্ নেওয়াজ জানান, বাদীর অভিযোগের ভিত্তিতেই মামলা রেকড করা হয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।
