জীবন যুদ্ধে হার না মানা এক বৃদ্ধের নাম সৈয়দ আলী
ষ্টাফ রিপোর্টার :
বয়স আনুমানিক ৭০/৭২ বছর। গ্রাম: পশ্চিম কলারন, ডাকঘর: চন্ডিপুর হাট, উপজেলা: ইন্দুরকানী, জেলা: পিরোজপুর। গ্রামের সবাই তাকে সৈয়া বলে ডাকে, সৈয়দ আলী এক ছেলে ও এক মেয়ের জনক। ছেলেটি মানুষিক ভারসাম্যহীন আর মেয়েটিকে বিয়ে দিয়ে সামাজিক দায়মুক্ত হয়েছেন। কিন্তু মুক্তি মেলেনি জীবন সংগ্রাম থেকে, তাই রাস্তার পাশে, বেরীবাধে ও অন্যের বাড়ির আঙ্গিনা থেকে কচুর লতি সংগ্রহ করে স্থানীয় বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করে চলছেন। আগে পাশ্ববর্তী উপজেলা মোড়েলগঞ্জে গিয়ে কচুর লতি বিক্রি করতেন, কিন্তু বার্ধক্যের ভারে এখন আর সেটা পারছেন না। তাই স্থানীয় বাজারে যেদিন বিক্রি করতে পারেন সেদিন সৈয়দ আলী’র (সৈয়া) উঁনুন জ্বলে। বাকি দিনগুল স্ত্রীকে নিয়ে অনাহারেই দিন কাটাতে হয়। তার পরও সৈয়দ আলী ভিক্ষা করেন না, হাত পাতেন না অন্যের কাছে। সৈয়দ আলী (সৈয়ার) জানা নেই, এভাবে আর কতোদিন চলবে তার জীবন সংগ্রাম।
