আমাদের ছোটবেলার মত বড়দের সম্মান করার অভ্যাস নবীণদের শেখাতে হবে ….. তাসমিমা হোসেন
সাইফুল্লাহ হুমায়ুন :
দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক ও অনন্যা ফাউন্ডেশনের সম্পাদক তাসমিমা হোসেন বলেছেন, নবীণ-প্রবীণ সমন্বয়ে মানুষের জন্য কাজ করতে হবে। আমরা প্রত্যেকের জন্য প্রত্যেকে নিবেদিত থাকবো। সকল মানুষের জন্য কাজ করতে সংঘবদ্ধ উদ্যোগের পাশাপাশি ব্যক্তি উদ্যোগকেও নিয়োজিত করতে হবে।
তিনি আজ শুক্রবার বিকালে পিরোজপুর শহরে জেলা প্রবীণ সামাজিক কেন্দ্র উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত প্রবীণ সমাবেশে সম্মানিত অতিথির বক্তব্যে এ কথা বলেন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথি পিকেএসএফ’র উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জসীমউদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান খালেক, সদর ইউএনও মো. জামাল হোসেন, হেল্পএইজ ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্র্রি ডিরেক্টর রাবেয়া সুলতানা, স্যার উইলিয়াম বেভারিজ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর মেজর জেনারেল (অবঃ) জীবন কানাই দাস ও রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার-রিক’র পরিচালক আবুল হাসিব খান। এ ছাড়া জমিদাতা ও প্রবীণ নেতাদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল হাই সরদার, শান্তি সূধা মিত্র ও প্রফুল্ল কুমার বড়াল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এস এম সোহরাব হোসেন। প্রবীণ সমাবেশে তাসমিমা হোসেন আরও বলেন, আমি পিরোজপুরের ভান্ডারিয়া এলাকার সাবেক সংসদ সদস্য হিসাবে ১৯৯৬ সালে রাজনীতিতে আসার পর লক্ষ্য করেছি আমাদের ছোট বেলার মত এখন আর প্রবীণদের প্রতি নবীণদের মমত্ববোধ-শ্রদ্ধাবোধ নেই। বড়দের সম্মান দিতে ছোটদের মধ্যে শুধু অনীহাভাবই নয়, চর্চারও অভাব রয়েছে। রাজনীতিতে এক ধরণের দাপট প্রতিষ্ঠার জন্য তরুণ সমাজ বয়ঃজ্যেষ্ঠদের প্রতি অবহেলা-অমর্যাদাপূর্ণ আচরণ করে নিজেরা উপরে উঠার অপপ্রয়াসে লিপ্ত থাকায় এ পরিবেশের সৃষ্টি হয়েছে। নবীণ-প্রবীণ নির্বিশেষে সম্মিলিত প্রচেষ্টার মধ্যদিয়ে এ অনভিপ্রেত অবস্থার অবসান ঘটাতে হবে। এক সময় আমি ভাবতাম আমাদের সন্তানেরা বিদেশে চলে যাওয়ায় শেষ বয়সে বৃদ্ধাশ্রমে গিয়ে থাকতে হবে এবং এ উদ্দেশ্যে আমি নিজেও একটি বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠার চিন্তা করে ছিলাম। কিন্তু যখন দেখলাম রিক নামে একটি এনজিও প্রবীণদের জন্য বিভিন্ন সেবামূলক কর্মসূচি বাস্তবায়ন করছে তখন আমার ব্যক্তিগত প্রতিষ্ঠান অনন্যা ফাউন্ডেশনকে তাদের সাথে যুক্ত করতে উদ্যোগী হলাম। এ ধরণের প্রবীণ সেবামূলক প্রতিষ্ঠান শুধু পিরোজপুরের দু’একটি উপজেলার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, আমার ইচ্ছা পিকেএসএফ’র সহযোগিতায় এ কার্যক্রম ভান্ডারিয়াসহ অন্যান্য উপজেলায়ও ছড়িয়ে দিতে হবে। ইসলামেও বলা আছে সকল মানুষের জন্য কাজ করতে হবে। তাসমিমা হোসেন বলেন, আমাদের প্রধানমন্ত্রীও দেশে অনেক কাজ করছেন। বৃদ্ধভাতা প্রদানসহ প্রবীণদের জন্য তাঁর সরকারের বিভিন্ন কল্যাণমূলক কাজ রয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে পিকেএসএফ’র চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, বৃদ্ধাশ্রম স্থাপনের ধারণা থেকে বেরিয়ে এসে আমাদের এমন সব কর্মসূচি গ্রহণ করতে হবে যার মাধ্যমে বৃদ্ধ বাবা-মায়েরা ছেলে-মেয়েদের সাথে একত্রে থেকে সৌহার্দ্য-সম্প্রীতির সাথে পারিবারিক পরিমন্ডলে জীবন-যাপন করতে সক্ষম হন। মানুষ হিসাবে আমরা সবাই সমান- ধনী-গরীব, পেশা, সামাজিক অবস্থান, বিত্ত-বৈভব নির্বিশেষে সবার সম্মান-সম্ভ্রম নিয়ে বেঁচে থাকার পরিবেশ নিশ্চিত করতে হবে। প্রত্যেকেই মানবাধিকার পাওয়ার অধিকারী, কেউ কেউ ক্ষমতা, আইন, লাঠির জোরে অন্য মানুষকে অবহেলা করবে তা কাম্য নয়। আমার অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে অন্যের অধিকার বিনষ্ট হয় এমন কোন অবস্থা সৃষ্টি করা যাবে না। সুশৃঙ্খলভাবে চলতে হবে, বিশ্ব জুড়ে যে জঙ্গিবাদ-ধান্দাবাজের উত্থান হয়েছে তা রোধ করতে হবে। মানুষের মধ্যে আশা পরিবর্তনের যে ধারা সৃষ্টি হয়েছে, ঋণের টাকা ফেরত দেওয়ার যে অভ্যাস দেখা দিয়েছে তাকে অব্যাহত রাখা আমাদের কর্তব্য। মুক্তিযুদ্ধ ও ধর্মীয় চেতনায়ও বলা আছে খন্ডিত সমাজ নয়, সম্পূর্ণ সমাজ চাই। বঙ্গবন্ধু’র “এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম” সেই ঐতিহাসিক উক্তির বহুমাত্রিক অর্থকে অনুধাবন করে বঞ্চনামুক্ত সমাজ কায়েম করতে হবে। সবার জন্য কল্যাণ- এই উদ্দেশ্যকে নির্দিষ্ট করা আমাদের দায়িত্ব।
রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার-রিক এবং অনন্যা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে জেলা প্রবীণ সামাজিক কেন্দ্রটি পিরোজপুর জেলা শহরের শহীদ ফজলুল হক সড়কে (পাড়েরহাট রোড) চালু করা হয়েছে। এখানে প্রবীণদের চিত্তবিনোদন, হেল্থকার্ডসহ স্বাস্থ্য সেবা, অবসর আড্ডাসহ বিভিন্ন সেবা দেওয়া হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
পিরোজপুর সদর উপজেলা ও নাজিরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ইতিপূর্বে স্থানীয় পর্যায়ে রিকের উদ্যোগে অনুরূপ প্রবীণ সামাজিক কেন্দ্র স্থাপিত হয়েছে। এসব কেন্দ্রের জমিদাতাদের উদ্বোধনী অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয়। পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নে পিকেএসএফ’র চেয়ারম্যানের নেতৃত্বে অতিথিরা সকালে রিকের ইউনিয়ন প্রবীণ সমাজিক কেন্দ্রসহ বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন।
