জেলা পরিষদের চেয়ারম্যানের সাথে কাউখালীতে জনপ্রতিনিধিদের মতবিনিময় সভা
কাউখালী প্রতিনিধি :
পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মহারাজের সাথে কাউখালী উপজেলার জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কাউখালী উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ ইসমাইল হোসেন, কাউখালী উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার, ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন, ইউপি চেয়ারম্যান সেখ সামসুদ্দোহা চাঁন, জেপির সাধারণ সম্পাদক শাহ আলম নসু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম সুমন, শাহাজাদী রেবেকা সুলতানা চৈতী, জেলা পরিষদের সদস্য রোকেয়া বেগম, তিমির হালদার তুহিন, অধ্যক্ষ মোঃ আজিম উল হক, মামুন হোসাইন, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
পরে জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মহারাজ কাউখালী উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং জেলা পরিষদের জমি, স্থাপনা, খেয়াঘাট এবং সড়কগুলো পরিদর্শন করেন।
