পাইকগাছায় জাতীয় ছাত্র সমাজের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছায় জাতীয় ছাত্র সমাজের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার বিকেলে দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্র সমাজের সভাপতি তন্ময় রায়ের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সদস্য ও উপজেলা জাপা’র সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর। বক্তব্য রাখেন, উপজেলা সাধারণ সম্পাদক সামছুলহুদা খোকন, পৌর জাপা’র ভারপ্রাপ্ত সভাপতি গাজী আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, জাপা নেতা সরদার ফরিদ আহম্মেদ, এ্যাডঃ অরুন জ্যোতি মন্ডল, প্রভাষ সরকার, সোহরাব হোসেন, আবুল গাজী, জাতীয় যুব সংহতির উপজেলা সভাপতি শেখ আব্দুল আজিজ, পৌর সভাপতি তৌহিদুজ্জামান লেলিন, আব্দুর রহিম, সিরাজুল ইসলাম, ছাত্রসমাজের পৌর সভাপতি খায়রুল ইসলাম, গফুর হোসেন ডাবলু, জিএম বাবলা, আজিবর রহমান, নজরুল ইসলাম, মুজিবর রহমান, জাকির হোসেন, বিপুল ঢালী, আলমগীর হোসেন, মিঠু মোড়ল, স্বাধীন, পিয়ারুল, ফারুক, নুরুজ্জামান, শ্রমিক নেতা রেজাউল ইসলাম, অমিত রঞ্জন, আসিক মাহমুদ, আবুল গাজী, মোবারক আলী ও জামাল হোসেন।
