পাড়েরহাটে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই : ২০ লক্ষ টাকার ক্ষতি
ইন্দুরকানী প্রতিনিধি :
জেলার ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট বন্দরে এক অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানান পুড়ে যাওয়া দোকানের মািলকরা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত দেড় টার দিকে উপজেলার পাড়েরহাট বন্দর বাজারে বিদ্যুতের সর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগে কালাচান সাহার মুদি মনোহরির একটি দোকান ও ২টি গুদাম ঘর, দীলিপ কুমার দে’র মুদি মনোহরি’র গুদাম ও রাম কৃষ্ণ বলের জাল ও সুতার গুদামঘর পুড়ে যায়। পরে খবর পেয়ে পিরোজপুর, বাগেরহাট ও রাজাপুরের ফায়ার সার্ভিস এসে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
শনিবার সকালে উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুল হুদা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উপজেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের জন্য ৩০ হাজার টাকা বরাদ্ধ দেয়া হয়েছে।
ক্ষতিগ্রস্থ দোকান মালিক কালাচান সাহা জানান, শুক্রবার রাতে বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুন লেগে আমার ১টি দোকান ও ২টি গুদামঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার প্রায় ১৫ থেকে ১৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
