প্রধান সূচি

বলেশ্বর নদের চরের খাস জমি নিয়ে বিরোধের জের ঃ নাজিরপুরে ঘরে ঢুকে শিক্ষককে কুপিয়ে হত্যা

নাজিরপুর প্রতিনিধি ঃ

পিরোজপুরের নাজিরপুরে ঘরে ঢুকে সংখ্যালঘু সম্প্রদায়ের এক স্কুল শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার স্ত্রীও গুরুতর আহত হয়েছেন। উপজেলার বলেশ্বর নদের চরের খাস জমি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ। ঘটনার পর থেকে ওই গ্রামে বসবাসরত সংখ্যালঘু পরিবারগুলোর মাঝে আতংক বিরাজ করছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিনগত রাত ২টার দিকে উপজেলার মাটিভাংগা ইউনিয়নের পশ্চিম চর বানিয়ারি গ্রামের শ্বশধর পাড়ায় নিজ বসত ঘরে দুর্বৃত্তদের ধারালো দেশীয় অস্ত্রের আঘাতে শৈলেন্দু মজুমদারের ছেলে সমীরণ মজুমদার (৪০) নিহত হয়। এ সময় তার স্ত্রী স্বপ্না মজুমদার (২৮) গুরুতর আহত হয়েছেন। নিহত সমীরণ মজুমদার ৯নং পশ্চিম বানিয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

ওই গ্রামের বাসিন্দা মাটিভাঙ্গা ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অজয় কুমার মন্ডল জানান, প্রায় এক দেড়শ’ বছর পূর্বে বাগেরহাট জেলার চিতলমারী উপজেলা থেকে কয়েকশ’ হিন্দু পরিবার বলেশ্বর তীরের জেগে ওঠা চরে বসবাস শুরু করেন। পরে আস্তে আস্তে তারা ওই খাস ভূমি সরকারের কাছে বন্দোবস্ত নিয়ে বাড়ী-ঘর করে স্থায়ীভাবে বসবাস করতে থাকেন। এক পর্যায়ে পাশ্ববর্তী গ্রামের মুসলিম সম্প্রদায়ের লোকজনও বিভিন্ন কৌশলে চরের খাস জমি দখল করে বাড়ী-ঘর করে বসবাস শুরু করেন। ইতোপূর্বে ওই জমি ভোগদখল নিয়ে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা-হাঙ্গামা ও মামলা মোকর্দ্দমা হয়েছে। যে কারণে অনেক হিন্দু পরিবার ওই এলাকা ছেড়ে চলে গেছে। বর্তমানে প্রায় শতাধিক হিন্দু পরিবার ওই পাড়ায় বসবাস করেন। নিহত সমীরণ মজুমদারের পরিবারের অন্যান্য সদস্যরা সকলেই ভারতে বসবাস করেন। সমীরণ তার স্ত্রী ও তিন শিশু সন্তান নিয়ে ওই বাড়ীতে বসবাস করে। সরকারের কাছে বন্দোবস্ত নেয়া প্রায় ১০ একর সম্পত্তি তার দখলে আছে। এ ঘটনার পর থেকে ওই গ্রামে বসবাসরত সংখ্যালঘু পরিবার গুলোর মাঝে আতংক বিরাজ করছে।

নিহত সমীরণের সহকর্মী বিদ্যুৎ বরণ শিকদার বলেন, ঘটনার রাতে ঘরের সিঁদ কেটে দুর্বৃত্তরা সমীরণ ও তার স্ত্রীকে কুপিয়ে জখম করে। এ সময় তাদের চিৎকারে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সমীরণ ও তার স্ত্রীকে উদ্ধার করে প্রথমে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান খেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ভোর ৫টার দিকে সমীরণ মারা যান। স্বপ্না মজুমদারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ সমীরণের প্রতিবেশী মজিবর হাওলাদারের ছেলে মন্টু হাওলাদারকে (৩০) আটক করেছে। কয়েকমাস আগেও একই ভাবে দুর্বৃত্তরা সিঁদ কেটে ঘরে ঢুকে সমীরণকে হত্যার চেষ্টা করেছিল।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিবুর রহমান বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। সমীরণের লাশ ময়নাতদন্তে জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial