প্রধান সূচি

বাগেরহাটে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার লুট

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটে একটি পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৮০হাজার টাকা ও ২০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে একদল দূর্বৃত্তরা। বুধবার গভীর রাতে বাগেরহাট জেলার মংলা পৌরসভার শহরতলীর মাকড়ঢোন এলাকার মেছের শাহ সড়কে অবস্থিত জাহাজের সি ম্যান মাহাবুবের বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে বুধবার এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

মাহাবুবের ভাগ্নে মোহাম্মদ সগির হোসেন মুঠোফোনে জানান, রাত ৩টার দিকে একতলা ভবনের গিরিল কেটে ৭-৮জন দূর্বৃত্ত ঘরের ভিতরে ঢুকে। এসময় ঘরে তার মামা (মাহাবুব) ও মামী ঘুমিয়ে ছিলেন। একজন দুবৃত্ত মামাকে ঘুম থেকে ডেকে তুলেন  পরে তারা মামা মামীকে অস্ত্রের মুখে জ্জিমি করে, ২টি মোবাইল সেট, নগদ ৮০হাজার টাকা ও ২০ভরি স্বর্ণলংকার লুট করে নিয়ে যায়। জাহাজের সি ম্যান মাহাবুব  বলেন, দূর্বৃত্তরা হয়তো আগে থেকেই আমাকে অনুসরণ  করেছিল। আমি গত দেড় মাস আগে জাহাজ সেল করে বাড়ি আসি। প্রায় ১ঘন্টা পুরো ঘর তন্নতন্ন করে যা ছিলো তা লুট করেছে র্দর্বৃত্তরা। এর পর টেবিলে থাকা ভাত ও তাজামাছ খেয়ে বীরদর্পে ভোর ৪টারদিকে চলে যায়। এক প্রশ্নের জবাবে মাহাবুব বলেন দূর্বৃত্তদের সকলের মুখোশ পরা ছিল। তবে হঠাৎ একজনের মুখোশ খুলে যায়। আমি দেখলে তাকে সনাক্ত করতে পারব ।

মংলা থানার ভার প্রাপ্ত কর্মকর্তা মোঃ লুৎফর রহমান মুঠোফোনে বলেন, ডাকাতির কোন ঘটনা ঘটেনি। গ্রীল কেটে ৩জন চোর ঘরে ঢৃকে চুরি করেছে। তবে খবর পাওয়ার পর সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশি অভিযান অভ্যাহত রয়েছে।

এদিকে হঠাৎ করেই মংলায় গত প্রায় ৩ মাসে একই কায়দায় প্রায় ৭-৮টি বাসা বাড়িতে এধরনের  ঘটনা ঘটায় সাধারণ মানুষের মাঝে কিছুটা উৎকন্ঠা দেখা দিয়েছে। এ বিষয়ে মংলা পৌর সভার প্যানেল মেয়র মো. আলাউদ্দিন বলেন, হঠাৎ করে এধরনের ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ আতঙ্কিত। এসব ঘটনা প্রায় একই কায়দায় হচ্ছে। এ ব্যাপারে আলাউদ্দিন প্রশাসনকে আরো কঠোর হওয়ার আহবান জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial