তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ ও সিনেমা শো অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টার :
জেলা তথ্য অফিসের উদ্যোগে সোমবার জেলার স্বরূপকাঠী উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের সেহাঙ্গল দরগাবাড়ী দাখিল মাদ্রাসা হলরুমে “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং বিষয়ক প্রচার কার্যক্রম” বাস্তবায়নের লক্ষ্যে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দরগাবাড়ী দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মোঃ গিয়াসউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমুদয়কাঠী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদ করিম (সবুর) তালুকদার।
বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবীর, ইউপি সদস্য মোঃ সোহেল পারভেজ, সাবেক ইউপি সদস্য মোঃ মনিরুজ্জামান, মুক্তিযোদ্ধা মোঃ দেলোয়ার হোসেন তালুকদার।
অনুষ্ঠানে একটি বাড়ী একটি খামার, আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচী, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা ইত্যাদি বিষয়ে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোঃ সিরাজুল হক মল্লিক।
সমাবেশে সাংবাদিক, শিক্ষক, অভিভাবক, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউপি সদস্য, স্থানীয় সুধীজন ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে উদ্বুদ্ধকরণ চলচ্চিত্র প্রদর্শনী করা হয়।
