কাউখালীতে ৫ বছরের শিশু ধর্ষণ : ধর্ষক গ্রেফতার
কাউখালী প্রতিনিধি :
জেলার কাউখালী উপজেলায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় রবিবার রাতে ফাইজুল ইসলাম (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফাইজুল কাউখালী সদর ইউনিয়নের নাংগুলি গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
এ ব্যাপারে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান বলেন, রবিবার সন্ধ্যায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ফাইজুলকে আসামি করে থানায় মামলা করেন। রাতে পুলিশ অভিযান চালিয়ে ফাইজুলকে গ্রেপ্তার করে।
ধর্ষনের শিকার শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর পরীক্ষা-নিরীক্ষার জন্য সোমবার সকালে পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে এবং আটক ফাইজুলকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ ও শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, ফাইজুল সম্পর্কে শিশুটির দূর সম্পর্কের আত্মীয়। রবিবার দুপুরে সে শিশুটিকে ডেকে বাড়ির পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে গেলে ফাইজুল পালিয়ে যায়। পরে শিশুটির কাছ থেকে ঘটনা জেনে মামলা করে তার বাবা।
