প্রধান সূচি

বঙ্গবন্ধু’র জন্ম দিবস ও জাতীয় শিশু দিবসে জেলা আওয়ামী লীগের আনন্দ র‌্যালী

ষ্টাফ রিপোর্টার :
বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে মাল্যদান, আনন্দ র‌্যালী, দোয়া-মোনাজাতসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পিরোজপুরে জেলা আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস পালন করেছে।
দিবসটি পালন উপলক্ষে জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য এবং পৌর মেয়র মোঃ হাবিবুর রহমান মালেকের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা আজ শুক্রবার সকালে শহরের সিও অফিস মোড়স্থ বঙ্গবন্ধু চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করে। পরে এখান থেকে একটি আনন্দ র‌্যালী বের করা হয়। এসব কর্মসূচিতে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ইসাহাক আলী খান পান্না, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান তালুকদার, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, সদর থানা আওয়ামী লীগ সভাপতি সরদার মতিউর রহমান, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গির হোসেন নান্না, জেলা যুবলীগ সভাপতি আক্তারুজ্জামান ফুলু, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মানিক, পৌর কাউন্সিলর সাইদুল্লাহ লিটন, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক ও পৌর কাউন্সিলর শহিদুল ইসলাম সিকদার, জেলা ছাত্রলীগ সহ-সভাপতি সানাউল্লাহ সানাসহ যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial