বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে পাইকগাছায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান
পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছায় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠণের উদ্যোগে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে দলীয় কার্যালয়ে পৌর আ’লীগের সাবেক সভাপতি অধ্যক্ষ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা গাজী রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান দিবাকর বিশ্বাস, আ’লীগনেতা বিজন বিহারী সরকার, গোলাম রব্বানী, শেখ জামাল হোসেন, আলহাজ্ব আব্দুল খালেক, ভূধর চন্দ্র বিশ্বাস, জেলা যুবলীগনেতা শেখ আনিছুর রহমান মুক্ত, উপজেলা যুবলীগের সভাপতি এস,এম, সামছুর রহমান, যুবলীগনেতা শেখ মাসুদুর রহমান, জগদীশ চন্দ্র রায়, প্রভাষক মাসুদুর রহমান মন্টু, দ্বিজেন মন্ডল, মিনারুল ইসলাম, আব্দুল মজিদ বয়াতী, দেবব্রত রায়, অখিল মন্ডল, আসিফ ইকবাল রনি, সঞ্জয় মজুমদার, ছাত্রলীগনেতা মশিয়ার রহমান ও মাসুদ পারভেজ রাজু।
