মঠবাড়িয়ায় আওয়ামী লীগের কর্মী সভা
মঠবাড়িয়া প্রতিনিধি :
মঠবাড়িয়ায় আগামী ১৯ মার্চ আওয়ামী লীগের জনসভাকে সফল করার লক্ষে বৃহস্পতিবার বিকেলে উপজেলার আলগী পাতাকাটা বাজারে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) বাচ্চু বেপারী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, মঠবাড়িয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, জেলা আওয়ামী লীগের সদস্য ডাঃ এম নজরুল ইসলাম, আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও জেলা আওয়ামী লীগ সদস্য তাজউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক নাজমুল আলম টুকু, পৌর যুবলীগ সভাপতি তৌহিদ মাসুম, উপজেলা ছাত্রলীগ সভাপতি নজরুল সোহেল প্রমূখ।
এছাড়া পৌর শহরের ৫নং ওয়ার্ডে সন্ধ্যায় পৃথক একটি সভা অনিুষ্ঠিত হয়। ওয়ার্ড সভাপতি সাবেক কমিশনার মোঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান, জাফর হাওলাদর, জাহাঙ্গীর শরীফ, উত্তম বেপারী, কামাল হাওলাদর প্রমূখ।
