প্রধান সূচি

খুলনায় গৃহবধূ হত্যায় স্বামীর মৃত্যুদন্ড

খুলনা অফিস :

খুলনায় গৃহবধূ হোসনে আরা হত্যা মামলায় স্বামী মিরাজুল শেখ ওরফে আমানুল্লাহ শেখকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার খুলনার বিশেষ দায়রা জজ ও জননিরাপত্তা বিঘœকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক এস এম সোলাইমান এই আদেশ দেন। দন্ডাদেশপ্রাপ্ত আসামি ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১০ সালের ২৮ থেকে ৩০ জানুয়ারির মধ্যে যেকোনো সময়ে নগরীর নতুনবাজার মিয়া গলির নিজ বাড়িতে স্ত্রী হোসনে আরাকে মাথায় আঘাত করে হত্যা করে স্বামী মিরাজুল শেখ। হত্যার পর দরজায় তালা লাগিয়ে পালিয়ে যায় মিরাজুল শেখ। এ ঘটনায় ২০১০ সালের ৩০ জানুয়ারি নিহতের ভাই নান্নু সিকদার বাদী হয়ে মিরাজুলকে একমাত্র আসামি করে খুলনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২০১১ সালের ৩ ফেব্রুয়ারি খুলনা থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম এই পলাতক আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

আদালতে বিভিন্ন কার্য দিবসে এ মামলায় চার্জশিটভুক্ত ২৩ জনের মধ্যে ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এই রায় ঘোষণা করেন আদালত।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial