প্রধান সূচি

বাগেরহাটে সিগারেটের বিজ্ঞাপন প্রচারের দায়ে জরিমানা

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটে সিগারেটের বিজ্ঞাপন প্রচারকালে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির এক বিজ্ঞাপন কর্মীকে ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার ফতেপুর বাজারে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজিম উদ্দীন।

এসময় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির সিগারেটের বিজ্ঞাপনসহ ২০০ লিফলেট ও ৫টি ব্যানার জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নাজিম উদ্দীন বলেন, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী প্রিন্ট বা ইলেক্টনিক মিডিয়ায়, বাংলাদেশে প্রকাশিত কোনও বই, লিফলেট, হ্যান্ডবিল, পোস্টার, ছাপানো কাগজ, বিলবোর্ড বা সাইনবোর্ডে বা অন্য কোনোভাবে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রচার করা শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির বিজ্ঞাপনকর্মী সাগর দাশ ফতেপুর বাজারে সিগারেটের বিজ্ঞাপন প্রচার করছিল। এ সময় ২০০ লিফলেট ও ৫টি ব্যানারসহ তাকে হাতেনাতে আটক করা হয়। পরে ধূমপান ও তামাকজাতদ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) সংশোধন আইন ভঙ্গ করে বিজ্ঞাপন প্রচারের দায়ে কোম্পানির ওই বিজ্ঞাপন কর্মীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial