পিরোজপুরে গৃহবধুকে হত্যার অভিযোগ
ষ্টাফ রিপোর্টার :
পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের দেবরকাঠী গ্রামে রূমা আক্তার (২২) নামে এক গৃহবধুকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ আজ রবিবার দুপুরে নিহত রূমার শ্বশুরবাড়ি থেকে তার (রূমা) লাশ উদ্ধার করে জেলা মর্গে প্রেরণ করেছে। নিহত রূমা দেবরকাঠী গ্রামের রাজু সেখের স্ত্রী এবং সদর উপজেলার টোনা ইউনিয়নের চলিশা গ্রামের সিদ্দিক হাওলাদারের মেয়ে। গত প্রায় তিন বছর আগে রাজু’র সাথে পারিবারিকভাবে রূমার বিয়ে হয়।
রূমার ফুফাতো ভাই জুয়েল জানায়, রূমার স্বামী রাজু পেশায় একজন ভাড়ায় মোটর সাইকেল চালক। তার সাথে অন্য একটি মেয়ের অনৈতিক সম্পর্ক রয়েছে। এ নিয়ে স্ত্রী রূমার সাথে প্রায়ই পারিবরিক কলহ হতো। এর জের ধরেই শনিবার রাতে রূমাকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে।
পিরোজপুর সদর থানার ওসি মোঃ মাসুমুর রহমান বিশ্বাস জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা ময়না তদন্তের রিপোর্ট পেলে বলা যাবে।
এ ঘটনায় রবিবার বিকেলে নিহতের মামা জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে রূমার স্বামীসহ তিনজনকে আসামী করে আত্মহত্যা প্ররোচনার একটি মামলা দায়ের করেছে। পুলিশ মামলার তিন আসামী রূমার স্বামী রাজু সেখ, রাজুর বাবা সিদ্দিকুর রহমান সেখ এবং মা এলিজা বেগমকে গ্রেফতার করেছে।
