প্রধান সূচি

পিরোজপুরে স্বাধীনতা দিবস উপলক্ষে আন্তঃউপজেলা কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার :

পিরোজপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আন্তঃউপজেলা কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার শহরের টাউন ক্লাব মাঠে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এ কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ ওয়ালিদ হোসেন। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহম্মাদ মাঈনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম পিপিএম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান খালেক, জেলা আইনজীবী সমিতির সভাপতি খান মোঃ আলাউদ্দিন, প্যানেল মেয়র মিনার বেগম, পিরোজপুর প্রেসক্লাব সাবেক সভাপতি মাহমুদ হোসেন।

কাবাডি প্রতিযোগিতার সার্বিক তত্বাবায়ন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব।

প্রতিযোগিতায় জেলার ৭টি উপজেলার ৭টি দল অংশ গ্রহণ করে। বিকেলে ফাইনাল খেলায় পিরোজপুর সদর উপজেলা ৬২-১৪ পয়েন্টে কাউখালী উপজেলাকে পরাজিত করে বিজয়ী হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করনে পুলিশ সুপার মোঃ ওয়ালিদ হোসেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial