প্রধান সূচি

পিরোজপুরে মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে জখম

ষ্টাফ রিপোর্টার :

পিরোজপুরে আবির আহম্মেদ মুয়ীদ (১১) নামের এক মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে আহত করেছেন শিক্ষক। শুক্রবার পৌরসভার শিকারপুর এলাকার মা’আরেফুল কোরআন কওমী মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

মুয়ীদ পিরোজপুর পৌরসভার শিকারপুর মা’আরেফুল কোরআন কওমী মাদ্রাসার ছাত্র।

আহত ছাত্রের পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার মাদ্রাসা বন্ধ থাকায় সকালে মুয়ীদ মাদ্রাসা প্রাঙ্গণে ক্রিকেট খেলছিল। এ সময় শিক্ষক মাসুম বিল্লাহ শিশুটিকে ক্রিকেট খেলতে নিষেধ করলে মুয়ীদ না শোনায় বেত দিয়ে বেধড়ক পিটিয়ে জখম করেন। আহত অবস্থায় দুপুরে শিশুটিকে তার পরিবারের লোকজন উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

শনিবার দুপুরে মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষক মাসুম বিল্লাহকে পাওয়া যায়নি। এ সময় সেখানে উপস্থিত কয়েকজন ছাত্র ও এক অভিভাবক মুয়ীদকে মারধরের সত্যতা নিশ্চিত করেন।

শিক্ষক আনিসুর রহমান বলেন, মুয়ীদকে খেলতে নিষেধ করার পরেও সে খেলাধুলা করায় শিক্ষক মাসুম বিল্লাহ ছেলেটিকে মারধর করে। তবে মারধর করাটি ঠিক হয়নি।

পিরোজপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ননী গোপাল রায় বলেন, মুয়ীদকে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ ঘটনায় আজ শনিবার সন্ধ্যায় পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পিরোজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদুর রহমান বিশ্বাস জানান, মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে আহত করার ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial