পাইকগাছায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত
পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছায় র্যালী, আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতার মধ্যদিয়ে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস- ২০১৭ উদযাপিত হয়েছে। দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয় এবং উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে শুক্রবার সকালে এক বর্ণাঢ্য র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ফকরুল হাসানের সভাপতিত্বে “দূর্যোগ প্রস্তুতি সারাক্ষণ, আনবে টেকসই উন্নয়ন” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন অফিসের সহকারী প্রকৌশলী সাইফুর রহমান, শিক্ষক পঞ্চানন সরকার, প্রণব বিশ্বাস, প্রদীপ শীল। সাংবাদিক আব্দুল আজিজের পরিচালনায় বক্তব্য রাখেন সিএ গোলাম সরোয়ার, শিক্ষার্থী আসিফ ফয়সাল, কাকলী মন্ডল ও প্রেমা মন্ডল।
