সাবধান! বাচ্চাদের খাবার কিনতে !
ফয়সাল আমিন :
বাচ্চারা চকলেট, ওয়েফার, আইস্ক্রিম খেতে ভালবাসে। কিন্তু আজকাল প্রায় দোকানে বিক্রি হচ্ছে মেয়াদ উর্ত্তীন্ন ওয়েফার। জেলা,
উপজেলাসহ সব এলাকাতেই বিক্রি হচ্ছে এসব পন্য। তাই নিজেদেরকে এসব পন্য কিনকে সচেতন হতে হবে। বাচ্চাদের খাবার কিনতে দোকানে গেলে অবশ্যই দেখে নিবেন তার মেয়াদ আছে কিনা। হয়ত আপনার ছোট একটি অবহেলা ডেকে আনতে পারে আপনার কোমলমতি শিশুটির বিপদ। নিজে সাবধান হোন, অন্যকেও সাবধান করুন। এমন কোন ঘটনা দেখলে প্রশাসনকে জানান। প্রশাসনকে সহায়তা করুন। তারা আপনার সেবায়ই নিয়োজিত।
Please follow and like us:
« বাগেরহাটের পুলিশের বিশেষ অভিযানে ২৬ মাদক ব্যবসায়ীসহ আটক ৪৩ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) শনিবার থেকে ছারছীনার শরীফের মাহফিল শুরু »
