এ কি কান্ড শিক্ষকের !
নাজিরপুর প্রতিনিধি :
জেলার নাজিরপুরে অসুস্থতার কারণে স্কুলে না আসার অপরাধে নবম শ্রেণির এক ছাত্রকে পিটিয়ে হাত ভাঙ্গলেন প্রধান শিক্ষক। সহপাঠিরা তাকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছে। এ ঘটনায় গতকাল বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবরে লিখিত অভিযোগ করেছেন আহত ছাত্রের মা। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগটি ওসি বরাবরে প্রেরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার ।
জানা যায়, উপজেলার মুগারঝোর গ্রামের লাল মিয়া হাওলাদারের ছেলে ও মুগারঝোর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ইমন হাওলাদার (১৩) শারীরিক অসুস্থতার কারণে গত শনিবার থেকে সোমবার পর্যন্ত স্কুলে অনুপস্থিত ছিল। মঙ্গলবার সকালে ইমন স্কুলে গেলে প্রধান শিক্ষক সুলতান মাহমুদ বেলা ১২টার দিকে ইমনকে তার অফিস কক্ষে ডেকে নিয়ে লাঠি দিয়ে এলোপাথারীভাবে পিটাতে থাকে। এ ঘটনায় ইমনের ডান হাত ভেঙ্গে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে জখমপ্রাপ্ত হয়।
ইমনের মা শিল্পী বেগম বলেন, ‘আমার ছেলে অসুস্থতার কারণে স্কুলে যেতে না পারার বিষয়টি আমি শ্রেণি শিক্ষক রাজু স্যারকে অবহিত করেছি। তার পরেও অন্যায়ভাবে আমার ছেলেকে পিটিয়েছে। আমি এর বিচার চাই।’
ঘটনার বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক সুলতান মাহমুদ ওরফে মেহেদী মাস্টারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিবুর রহমান জানান, এ ঘটনায় ইউএনও সাহেবের মাধ্যমে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
