প্রধানমন্ত্রী ছবি বিকৃত করে ফেসবুকে প্রচার : গ্রেফতার-১
স্বরূপকাঠী প্রতিনিধি :
পিরোজপুরের স্বরূপকাঠীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এইচ এম এরশাদের ছবি বিকৃত করে ইন্টারনেটের মাধ্যমে সামাজিক যোগাযাগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ায় রুবেল মিয়া (২৬) নামে এক পাপস ব্যবসায়ীকে গ্রেফতার করেছে স্বরূপকাঠী থানা পুলিশ। তাকে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, সোমবার রাতে ‘জঁনবষ সরধ’ নামে ফেসবুক আইডিতে স্থানীয়রা বিকৃত ছবি দেখতে পেয়ে সাবেক পৌর কাউন্সিলর আঃ ছালামকে জানায়। পরে স্থানীয় ইউপি সদস্যকে নিয়ে স্থানীয়রা উপজেলার স্বরূপকাঠী ইউনিয়নের অলংকারকাঠী গ্রামের জামাল হোসেনের ছেলে রুবেলকে আটক করে নেছারাবাদ থানা পুলিশকে খবর দেয়।
স্বরূপকাঠী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম জানান, রুবেল মিয়া মাননীয় প্রধানমন্ত্রীর ছবি বিকৃত অবস্থায় ইন্টারনেট ফেসবুকে ছড়িয়ে দিয়েছে। তার মোবাইল জব্দ করে ছবি পাওয়া গেছে। এ ব্যাপারে নেছরাবাদ থানায় তথ্য ও প্রযুক্তি আইন ২০০৬ এর ৫৭ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
