পিরোজপুরে প্রতিবন্ধি শিশুকে ধর্ষন মামলায় যুবককে যাবজ্জীবন কারাদন্ড

দন্ডপ্রাপ্ত ধর্ষক সুজন
ষ্টাফ রিপোর্টার :
জেলার ভান্ডারিয়ায় ১১ বছরের এক প্রতিবন্ধি শিশুকে ধর্ষনের মামলায় সুজন হোসেন হাওলাদার (২৮) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। পিরোজপুর শিশু আদালতের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস.এম জিল্লুর রহমান আজ রবিবার দুপুরে এ আদেশ দেন।
মামলায় দন্ডপ্রাপ্ত সুজন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার আতরখালি গ্রামের দেলাওয়ার হোসেনের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১০ সালের আগষ্ট মাসের ১০ তারিখ সকালে প্রতিবন্ধি শিশুটিকে বাড়িতে একা পেয়ে আসামী সুজন তার মুখে ওড়না পেচিয়ে ধর্ষন করে। ওই সময় শিশুটি স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে লেখা পড়া করতো।
এ ঘটনায় শিশুর পিতা দুলাল হাওলাদার বাদী হয়ে ওইদিন বিকেলে ভান্ডারিয়া থানায় সুজন হোসেনকে আসামী করে মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি এডভোকেট খান আলাউদ্দিন এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি এডভোকেট আব্দুর রাজ্জাক খান বাদশা।
আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট সিরাজুল হক ও এডভোকেট মোঃ আলী সিকদার।
