কচুয়ায় আনসার ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের কচুয়া উপজেলা বাধাল ইউনিয়নে আনসার ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ রবিবার সকালে বাধাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নকীব ফয়সাল অহিদের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদের হল রুমে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি বাগেরহাট মোল্লা আবু সাইদ। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক সমীর বরন পাইক, দিহিদার জাহিদুল ইসলাম বুলু এবং বাগেরহাট আনসার ও ভিডিপি হিসাব রক্ষন কর্মকর্তা মোঃ ময়নুল হোসেন।
সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফিরোজা খানম। বক্তব্য রাখেন, উপজেলা কম্পানী কমান্ডার প্রবোধ কুমার মৃধা, ইউনিয়ন কমান্ডার শিপ্রা রানী দাস, মোঃ রুস্তুম আলী ডাকুয়া, সেখ মোঃ তোফাজ্জেল হোসেন, বিন্দু রানী হালদার, শামীম হাসান, হোসেন আলী খন্দকার, চিত্ত রঞ্জন দাসসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের আনসার ও ভিডিপি কমান্ডারবৃন্দ।
সমাবেশ শেষে প্রধান অতিথি ভাল কর্মদক্ষতার জন্য শ্রেষ্ঠ আনসার ভিডিপিদের পুরস্কার প্রদান করেন।
