পাসপোর্ট সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত : পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবার মান বৃদ্ধি
ষ্টাফ রিপোর্টার :
“পাসপোর্ট নাগরিক অধিকার, নিঃস্বার্থ সেবাই আমাদের অঙ্গিকার” এই প্রতিবাদ্যকে সামনে রেখে পাসপোর্ট সেবা জনগনের গোরদোড়ায় পৌছে দিতে এবং পাসপোর্ট অফিসে সেবার মান বৃদ্ধি করতে পিরোজপুরে সপ্তাহব্যাপী চলা পাসপোর্ট সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার শহরের পাড়েরহাট সড়কস্থস্থ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহম্মাদ মাঈনুল হাসান। অনুষ্ঠানে জেলায় কর্মরত সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের (ডিএডি) উত্তম কুমার দেব জানান, পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে দালালদের উৎখাত করে সেবার মান বৃদ্ধি করা হয়েছে। এছাড়া কিভাবে ভোগান্তি ছাড়াই পাসপোর্ট সেবা সাধারণ মানুষের দোড়গোড়ায় পৌছে দেয়া যায় সে বিষয়ে কাজ করা হচ্ছে। পাসপোর্ট প্রত্যাশিদের সুবিধার্থে সঠিক ভাবে পাসপোর্টর ফরম পূরণের নিয়ম সম্বলিত একটি চার্ট অফিস প্রাঙ্গনে ঝুলানো হয়েছে।
তিনি জানান, বিগত দিনে পিরোজপুর পাসপোর্ট অফিসে একটি দালাল চক্র অফিসের কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজসে প্রতি পাসপোর্ট থেকে এক হাজার থেকে শুরু করে এক হাজার ২শ’ টাকা হাতিয়ে নিত। এ নিয়ে এখানকার অফিসের বিষয়ে বেশ দুর্নাম ছিল। তবে গত ডিসেম্বর মাসে এখানে যোগদানের পর থেকে পাসপোর্ট অফিসকে দালালমুক্ত করতে সংগ্রাম করে যাচ্ছি। তবে এ দালাল চক্রকে উৎখাত করতে গিয়ে নানা হুমকির মধ্যে পড়তে হচ্ছে প্রতিনিয়ত। দালাল চক্র এবং তাদের প্রশ্রয়দাতারা তাকে (ডিএডি) নানা ভয়ভীতি ও জীবননাশের হুমকি দিয়ে চলছে। এ নিয়ে থানায় জিডি পর্যন্ত করতে হয়েছে।
তিনি পিরোজপুর পাসপোর্ট অফিসকে দালালমুক্ত রেখে পাসপোর্ট প্রত্যাশিদের সেবার মান আরও বাড়াতে স্থানীয় প্রশাসন, সাংবাদিকসহ সুশীল সমাজের সহযোগিতা কামনা করেছেন।
