দীর্ঘদিন পর জেলা পরিষদে ওপেন লটারী

ষ্টাফ রিপোর্টার :
দীর্ঘদিন পর পিরোজপুর জেলা পরিষদে বৃহস্পতিবার ওপেন লটারীর মাধ্যমে উন্নয়নমূলক কাজের জন্য ঠিকাদার নির্বাচন করা হয়েছে। পিরোজপুর জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মহারাজ জেলা পরিষদের উন্নয়নমুলক কাজের জন্য ঠিকাদার নির্বাচনে স্বচ্ছতা আনার লক্ষে এ ওপেন লটারীর আয়োজন করেন।
জেলা পরিষদের হলরুমে বৃহস্পতিবার দুপুরে দরপত্র জমাদানকারী শতাধিক ঠিকাদারের উপস্থিতিতে এ লটারী অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মহারাজ এর সভাপতিত্বে লটারী অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, জেলা পরিষদ সদস্য মোঃ রফিকুল ইসলাম সুমন, উপ-সহকারী কর্মকর্তা সৈয়দ মোঃ মোশারেফ হোসেনসহ জেলা পরিষদের নির্বাচিত সদস্যবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিন জেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কাজের ১৬ গ্রুপের লটারী অনুষ্ঠিত হয়।
